নতুন ধরনের করোনা আতঙ্কে স্থবির ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে।
এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ গুণ দ্রুত গতিতে।নতুন বৈশিষ্ট্যের কোভিড সংক্রমণের ভয়ে ব্রিটেনের সঙ্গে এ পর্যন্ত বিমান যোগাযোগ বন্ধ করেছে ৪০টির বেশি দেশ। কানাডা, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল ছাড়াও সব ফ্লাইট বাতিল করেছে ভারত ও পাকিস্তানও।
যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও ব্রিটেনের সাথে সীমান্ত বন্ধ করেছে বেশিরভাগ প্রতিবেশী দেশ। যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।এর মধ্যেও ব্রিটিশ সীমান্ত অতিক্রম করেছে নতুন করোনা। সংক্রমিত শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ আরও বেশ কয়েকটি দেশে।
এরই মধ্যে ব্রিটিশ চিকিৎসকরা দিয়েছেন নতুন দুঃসংবাদ। তাদের আশঙ্কা, নতুন ধরনের কোভিড পরীক্ষায় পজিটিভ আসছে না।তবে এ পর্যন্ত উদ্ভাবিত ভ্যাকসিনেই নতুন কোভিডও মোকাবিলা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা।এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি নতুন ভাইরাসটি যে প্রাণঘাতী এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত হাতে পায়নি তারা।