মালদ্বীপের ৬ রানের অল-আউট ম্যাচে বাংলাদেশের ২৪৯ রানের বিশাল ব্যবধানে জয়

চলতি এসএ গেমসে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজকের ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত মালদ্বীপ। তারা অল-আউট হয়ে গেছে মাত্র ৬ রানে। যদিও এই আসর দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিযান শুরু করেছে মালদ্বীপের মেয়েরা। অন্যদিকে বাংলাদেশের মেয়েরা নিয়মিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে চলছে। যে কারণে দুই দলের ব্যবধান এত প্রকট হয়ে উঠল।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ২৫৫ রান। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন ফরাজানা ও নিগার সুলতানা। যদিও দলীয় ১৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর মালদ্বীপের বোলারদের এরপর তুলোধুনো করতে থাকেন নিগার-ফারজানা। দুজনের ব্যাট থেকে আসে ২৩৬ রানের বিশাল জুটি। ৬৫ বলে ১১৩ রানে নিগার সুলতানা এবং ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। নিগার সুলতানা ১৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। ফারজানা হক বাউন্ডারি মারেন ২০টি।

রান তাড়ায় নেমে মাত্র ৬ রানে অল-আউট হয়ে যায় ইভেন্টের দুর্বলতম দল মালদ্বীপ! বাংলাদেশের বোলার রিতু মনি প্রথম ওভারেই ৩ উইকেট নেন। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট পেলেও হ্যাটট্রিক হয়নি তার। এরপর নিজের দ্বিতীয় ওভারেও আরও ২টি উইকেটের দেখা পান রিতু। পরের ওভারে অধিনায়ক সালমা খাতুন নেন ২ উইকেট। ৩ রান তুলতেই প্রথম ৬ উইকেট এবং বাকী ৩ রান তুলতেই শেষ ৪ উইকেট হারায় দলটি। এর আগে নেপালের কাছে ১৬ রানে, শ্রীলঙ্কার কাছে ৩০ রানে অলআউট হয়েছিল মালদ্বীপের মেয়েরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *