মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত আব্দুল গাফফার মুন্সি সোহাগ হেরে যাওয়ার একদিন পর ইউনিয়নের জনগণের জন্য তার বাড়িতে ভুরিভোজের আয়োজন করেছিলেন। কিন্তু আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন ভুরিভোজের আয়োজন বন্ধ করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গাফফার মুন্সি সোহাগের বাড়িতে ব্যাপক আকারে ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। এতে করে আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় ভুরিভোজের আয়োজন বন্ধ করে দেয়। ভুরিভোজের সব খাবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। লোকজনকে এলাকা ত্যাগ করে যার যার বাড়ি যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ধরনের কাজ আর না করার জন্য পরাজিত প্রার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (১৭ জুলাই) শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাদিরপুর ইউপি উপ-নির্বাচনে মামাতো ভাই মো. আজাদুল ইসলাম মাসুম বেপারী গাফফার মুন্সিকে হারিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।