মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন ইসলাম মিথুন। রবিবার (১২ জুলাই) সকালে তার মা বিদ্যুৎ সংস্পর্শে আসলে, মাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
জানা যায়, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকেই ওই শিক্ষার্থী ও তার মাসহ বোনের বাসা মানিকগঞ্জে অবস্থান করছিলেন। রবিবার সকালে তার মা বিদ্যুৎ সংস্পর্শে আসলে, মাকে বাঁচাতে যান এবং নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এতে করে তার মা বেঁচে যান।
আল আমিন মিথুন বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব আবাসিক হলের ছাত্র ছিলেন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বর্তমানে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন ওই শিক্ষার্থী। তার গ্রামের বাসা বগুড়ার গাবতলী উপজেলায়।