মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানিয়ে তা মুসলিমদের মতো খ্রিস্টানদের জন্যও অবমাননাকর বলে জানিয়েছেন ফ্রান্সের টুলুস শহরের আর্চবিশপ রবার্ট লিগল।
ফ্রান্সের ব্লু রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে আর্চবিশপ রবার্চ লিগল নিস শহরের নটরডেম গির্জায় সংঘটিত হত্যাকাণ্ডের উল্লেখ করে এটিকে মর্মান্তিক ঘটনা বলে আখ্যায়িত করেন তিনি।
মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের বিরোধিতা করে তিনি বলেন, ‘তা অত্যন্ত গুরুতর বিষয়। বিষয়টি আগুনের তৈল ঢালার মতো।’
তিনি আরো বলেন, ‘এ ধরনের ব্যঙ্গচিত্র মুসলিম ও খ্রিস্টানদের অবমাননা করার মতো। এ কাজগুলো ছড়ানো থেকে আমাদের বিরত উচিত। আমরা সবাই এর অশুভ পরিণতি প্রত্যক্ষ করছি।’
লিগল আরো বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতারও একটা সীমাবদ্ধতা আছে। আমাদের উপলব্ধি করা দরকার, কোনো ধর্ম অবমাননার অধিকার আমাদের নেই।’
গত ২১ অক্টোবর ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাখোঁ বলেন, ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রকাশ বিরত থাকবে না।’ ম্যাখোঁর বক্তব্যে পুরো বিশ্বের মুসলিমরা প্রতিবাদ ও নিন্দা জানায়। এরপর গত ৩১ অক্টোবর এক সাক্ষাতকারে জানান যে তিনি ব্যঙ্গচিত্র প্রকাশে মুসলিমদের অনুভূতি উপলদ্ধি করেছেন।’