ডেসকোর পরিবেশ পরিষ্কার রাখায় প্রশংসা করল ডিএনসিসি

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধন অভিযান পরিচালনাকালে মিরপুর ১৩নং সেকশনে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসে মশার লার্ভা পাওয়া যায়নি। অফিসের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখায় ডেসকোর কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান বলেন, ‘অভিযানে ডেসকোর অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ ও খোলা জায়গা পরিদর্শন করে কোথাও জমা পানি পাওয়া যায়নি। পুরো অফিসের পরিবেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এডিসের লার্ভা যেন জন্মাতে না পারে সে জন্য তারা পুরো অফিসটি নিয়মিত পরিষ্কার রাখছে, জমা পানি ফেলে দিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এই সচেতনতা অত্যন্ত জরুরি। তাই ডেসকোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’

এর আগে গত ১০ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে চারটি সরকারি সংস্থার ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করেছে ডিএনসিসি। সংস্থাগুলো হলো পেট্রোবাংলা, টিসিবি, যমুনা অয়েল ভবন ও বিটিএমসি ভবন। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়ার বিষয়ে তখন মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া খুবই দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক। এসব সরকারি প্রতিষ্ঠানের সভার সঙ্গে মিটিং হয়েছে, তারা বলেছে দায়িত্ব পালন করবে। কিন্তু এই দায়িত্ব পালন শুধু মুখে মুখেই, বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না। দায়িত্ব পালন করলে সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পেতাম না।’

ডেসকোর পরিবেশ পরিষ্কার রাখার প্রশংসা করে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘ডেসকো মশার লার্ভা প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ নিয়ে ভাল উদাহরণ স্থাপন করেছে। অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ডেসকোর কাছ থেকে শিক্ষা নিয়ে মশার লার্ভা প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ নিতে পারে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *