শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু গত দুই দিন ধরেই ২৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক কোণাও ভরছে না দর্শকে! প্রায় ফাঁকা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে ‘জমকালো’ ঘরোয়া টি-টোয়েন্টির আসর। অনেকে বলছেন, টিকিটর মূল্য বেশি হওয়ায় এই অবস্থা। কিন্তু দর্শকদের মতামত থেকে জানা যায়, টিকিট ছাড়াও বেশ কিছু কারণ আছে তাদের মাঠে না আসার। তাদের বক্তব্যে উঠে এসেছে বিসিবি কর্মকর্তাদের নানা কর্মকাণ্ড, ক্রিকেটারদের জঘন্য পারফর্মেন্স, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞাসহ অনেক বিষয়।
সোশ্যাল সাইটে সুমন নামের একজন লিখেছেন, ‘ক্রিকেট এর মধ্যে রাজনৈতিক প্রভাব, পাপন সাহেবের স্বেচ্ছাচারিতা এবং ক্রিকেটারদের বাজে পারফরমেন্স এর কারণেই আজ দর্শকশূন্য মাঠ।’ রুবেল উদ্দিন লিখেছেন, ‘মাইকিং করে দর্শক ডাকতেছে, তবু গ্যালারি ফাঁকা। এটাই সাধারণ দর্শকদের নীরব প্রতিবাদ।’ দুলাল খান রুমন আবার লিখেছেন, ‘বিপিএলের যে কোয়ালিটি, তাতে টিকিট কেটে টাকা নষ্ট করার চেয়ে বন্ধুদের নিয়ে মজা করা অনেক ভালো।’ সারা লিখেছেন, ‘যেসব ভিআইপিদের ১০ হাজার টাকার টিকিট দিলেন, তারা এখন কোথায়?’
উল্লেখ্য, সালমান খান-ক্যাটরিনা কাইফদের নিয়ে আয়োজিত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ দর্শকদের জন্য টিকিট ছিল সীমিত। যা ছিল সেটাও উচ্চমূল্যের। মূলতঃ ভিআইপিরাই এই অনুষ্ঠান দেখেছেন। এতে সাধারণ ক্রিকেটপ্রেমীরা বেশিরভাগই ভীষণ বিরক্ত। রাসেল খান যেমন লিখেছেন, ‘খেলা দেখতে ভারত থেকে দর্শক ভাড়া করে আনা হোক। আমন্ত্রিত অতিথি যদি ভারতের শিল্পীরা হতে পারে দর্শক কেন নয়?’ তারিকুল ইসলাম আবার ভিন্ন একটি বিষয় টেনে এনেছেন, ‘পেটে ভাত না থাকলে আনন্দ আসবে কোথা থেকে? টিকিটের ২০০ টাকার সঙ্গে ৫০ টাকা যোগ করলে এক কেজি পেঁয়াজ কেনা যাবে।’
মিনার হোসেন লিখেছেন, ‘বিপিএলের টিকিটের টাকা দিয়ে পেঁয়াজ কেনা অনেক ভালো। আমরা ক্যাসিনোখোরদের বিপিএল দেখব না।’ এস এম মুনির লিখেছেন, ‘সাকিব বিহীন বিপিএল আমরা দেখব না। বোর্ড কর্মকর্তারাই দেখুক।’ হুমায়ূন কবির লিখেছেন, ‘সর্বকালের সেরা বাজে বিপিএল হচ্ছে এবার।’ সবুজ হোসেন আবার মজা করে লিখেছেন, ‘এই পচা খেলার চেয়ে সনু নিগম আর ক্যাটরিনাকে আনলে বেশি লোক হবে।’ এ কে জামান লিখেছেন, ‘সাকিব নেই। ভারতে গিয়া জঘন্য পারফর্মেন্স করছে। এদের খেলা দেখবে কে?’ রুহুল আমিন সরকার লিখেছেন, ‘কাল যাতে আবার শুনতে না হয়, বিপিএলে দর্শক না আসার পেছনে বিএনপি-জামাতের হাত আছে!’