পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে মাহফিল শেষে ফেরার পথে পদদলিত হয়ে মাথা ফেটে যায় এক বৃদ্ধ ভিক্ষুকের। মাথা দিয়ে যখন রক্ত ঝড়ছিল, চিৎকার দিলেও কেউ ফিরে তাকায়নি ভিক্ষুকের দিকে। সবাই যে যার মতো করে ছুটাছুটি করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিল। ঠিক তখনই মানবিক দৃষ্টিকোন থেকে সহানুভতার হাত বাড়িয়ে দিলেন একজন পুলিশ সদস্য। তাৎক্ষণিক আহত ওই ভিক্ষুকের চিকিৎসা ব্যবস্থাসহ তার জন্য ওষুধ কিনে বাড়ি পৌঁছে দিয়েছেন পুলিশ সদস্য মো. ওয়াসিম।
রাতে ফেসবুকে সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.ওয়াসিম তার নিজ টাইমলাইনে এই ঘটনা নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে যায়।
জানা যায়, গতকাল রাত ৮টায় ইয়ারউদ্দিন খলিফা মাজার প্রাঙ্গণ এলাকায় পদদলিত হয়ে আহত হন ভিক্ষুক জয়নব বেগম (৪৫)।
ওয়াসিম জানান, আমি হঠাৎ আহত বৃদ্ধাকে দেখতে পেয়ে তাকে পাজা কোলে করে মাজারের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই এবং চিকিৎসার ব্যবস্থা করি। বৃদ্ধার কেউ না থাকায় আমি নিজে গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেই এবং তার চিকিৎসা খরচ দেই।