আরেক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। প্রথম আক্রান্তের মতই তিনিও সিংগাপুরের বাসিন্দা। এ নিয়ে দেশটিতে দুজন বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, “দেশটিতে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম বাংলাদেশিকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।”
মঙ্গলবার শনাক্ত হওয়া দ্বিতীয় বাংলাদেশির বয়স ৩৯ বছর। তিনি বহু বছর ধরে সিঙ্গাপুরে বসবাস কররে আসছেন। তিনি সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দার স্বীকৃতি প্রাপ্ত। তিনি জহর বাহরু এলাকায় থাকেন এবং সিঙ্গাপুরের ঐহিত্যবাহী রিসোর্টস ওয়ার্ল্ড সান্তোসা ক্যাসিনোতে কাজ করেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার ওই বাংলাদেশিসহ নতুন করে দুই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিকে সনাক্ত করেছে সিঙ্গাপুর।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছেন- করোনা আক্রান্তদের বাংলাদেশিদের চিকিৎসার বিষয়টি সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছেন।
তাদের কারো শরীরে করোনার ভাইরাস জীবাণু ছড়িয়েছে কি-না? সেটির পরীক্ষা নিরীক্ষা চলছে। ওই ডরমিটরির ১৯ জন বাসিন্দার মধ্যে ৯ জন বাংলাদেশি রয়েছেন। তাদের সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে।